Friday, February 5, 2016

Skype Voice Changer

আসসামুইয়ালাইকুম। সবাই কেমন আছেন । আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে আমাদের গ্রুপটি চালু হয়েছে আজ ব্লগ চালু করলাম । Perfect It Solution থেকে আপনি যেকোনো প্রকার আইটি সেবা  গ্রহণ করতে পারবেন । আমাদের এডমিনরা এই বিষয় গ্রুপ খোলা থকেই এই সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং আমাদের কাছে হেল্প নিতে হলে অবশ্যই আপনাকে আমাদের সাথে যুক্ত থাকতে হবে নতুবা আপনি আনাদের সাথে যোগাযোগ করতে পারবেন না ।
এই কথা চিন্তা করে সামাজিক যোগাযোগ এর একটি ওয়েবসাইটে [facebook.com] অথাথ একটি গ্রুপ ও একটি ফ্যানপেজ খোলা হয়েছে।
আপনি চাইলে আমাদের সাথে যোগদিতে পারেনঃ-
ফেসবুকে আমাদের পেজ
ফেজবুকে আমাদের গ্রুপ

যাইহোক কাজের কথায় আসি। আজকে দেখাবো কিভাবে স্কাইপে নিজের গলা/ voice বদলানো যায়। এটি করতে অবশ্য একটি সফটয়্যার লাগে। নিচে ডাউনলোড লিংক দেওয়া আছে। সেখান থেকে ডাউনলোড দিয়ে নিন ।

সফটওয়্যারটি ডাউনলোড করুন 

আশাকরি ডাউনলোড শেষ। এবার ইন্সটল দিন। সাভাবিক ভাবেই এটা ইন্সটল দিতে পারবেন। না দিতে পারলে আমরা তো আছি যেকোনো সাহায্যে আমরা আছি। ফেসবুকে আমাদের পেজ

এবার এটি কিভাবে কাজ করবে সেটা নিয়ে আলোচনা করবো।

১/ আপনার পিসি বা ল্যাপটপ এর Taskbar এ ডান দিকে দেখুন একটি ছোট  icon আছে যা hidden icon show করায়।

 ২/ এবার এটি ওপেন করলে এমন আপশন আসবে ।

৩/ এবার উপরের চিহ্নিত আইকন টিতে মাউসের ডান বাটন এ ক্লিক করুন। এবার নিচের চিত্রটি লক্ষ্য করুন।
 
 

৪/  এবার voice Changer এ ক্লিক করুন ।

 ৫/ এবার আপনি আপনার ভয়েস ইচ্ছামত বদলান । তবে সবচেয়ে ভাল হয় Manual দিয়ে কাজ করলে।
 এজন্য নিচের পিচার ফলো করুন।

 সবাই ভাল থাকবেন। আর যদি সমস্যা হয় আমাদের জানাতে ভূলবেন না। আগামি টিউনে দেখা হবে।